ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শান্তিতে নোবেলজয়ী কে এই নার্গিস মোহাম্মদী
অনলাইন ডেস্ক
মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী

শান্তিতে নোবেল পুরস্কার-২০২৩ পেয়েছেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। নারী অধিকার নিয়ে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, নার্গিস মোহাম্মদী  একজন অ্যাকটিভিস্ট। যিনি তার সমগ্র জীবন  ইরানে মানবাধিকারের প্রচারণায় ব্যয় করেছেন। 

গত দুই দশকের অধিকাংশ সময় তিনি কারাগারে কাটিয়েছেন এখনও কারাগারে আছেন। তিনি মৃত্যুদণ্ড এবং নির্জন কারাবাসের বিরুদ্ধে আন্দোলন করেছেন। নিজেও তিনি সপ্তাহের পর সপ্তাহ নির্জন কারাবাসে কাটিয়েছেন।   

মোহাম্মদী ১০ বছর ৯ মাস যাবত কারাবাস পালন করছেন। ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে প্রচারণার দায়ে তাকে ১৬ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাকে ১৫৪ দোররা মারারও শাস্তি প্রদান করা হয়। তবে অধিকার গ্রুপ বিশ্বাস করে তার ওপর এই শাস্তি প্রয়োগ করা হয়নি। 

শুক্রবার নরওয়ের শান্তি কমিটি ১০৪ তম শান্তি পুরস্কার প্রদান করল। নার্গিস মোহাম্মদী  ১৪০ তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।  বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর