ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করায় নার্গিস মোহাম্মদীকে নোবেল দেওয়া হয়েছে’
অনলাইন ডেস্ক
নার্গিস মোহাম্মদী

ইরানের মানবাধিকার ও নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে নোবেল শান্তি পুরস্কার ২০২৩ প্রদান করা হয়েছ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে  ভূষিত করা হয়েছে।

ফারস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ‘নার্গিস মোহাম্মদী পশ্চিমাদের কাছ থেকে পুরস্কার পেয়েছেন। ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার দরুন তিনি একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন বলেও খবরে বলা হয়েছে।

এদিকে ইরান সরকার নোবেল কমিটির ‘মানবাধিকারের অপব্যবহারের’ বিরুদ্ধে পাল্টা বক্তব্য দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআব্দুলাহিয়ান বলেছেন, বিদেশি শত্রুরা ইরানে সন্ত্রাস এবং দাঙ্গা উসকে দিচ্ছে। ইসলামিক রিপাবলিক অব ইরানই হলো মানবাধিকারের প্রকৃত রক্ষাকর্তা। সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর