ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাজা-ইসরায়েল যুদ্ধ ঘিরে বড় সংঘাতের আশঙ্কা রাশিয়ার
অনলাইন ডেস্ক
লাভরভ

গাজা-ইসরায়েল যুদ্ধ কেন্দ্র করে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন।

তিনি বলেন, আমরা আবারও ইরানকে দোষারোপ করার চেষ্টা প্রত্যক্ষ করছি। আমরা এসব অভিযোগকে বেশ উস্কানিমূলক বলে মনে করি। ইরানের নেতৃত্ব একটি দায়িত্বশীল, ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করে এবং এই সংঘাতকে সমগ্র অঞ্চলে- প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে পড়া থেকে বিরত রাখার আহ্বান জানায়।

রক্তপাত বন্ধের উপায় সম্পর্কে জানতে চাইলে লাভরভ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রেজুলেশন সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। এটা সামনে রেখে এগিয়ে যাওয়া উত্তম। 

তিনি বলেন, সম্ভাবনাগুলো কী? আমি মনে করি আগ্রহী দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে। মিশর এই উদ্যোগ নিয়েছে। আমরা সবাই গাজা উপত্যকায় উত্তেজনা প্রশমন দেখতে চাই। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর