ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাজায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জাতিসংঘের সংস্থাগুলোর প্রধানদের
অনলাইন ডেস্ক
ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করে আনা হচ্ছে

এক বিরল যৌথ বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলোর প্রধানরা গাজায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছে।   

গার্ডিয়ানের খবর অনুসারে, জাতিসংঘের প্রধান মানবিক সংস্থা এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থার নেতারা গাজায় ‘তাৎক্ষণিক মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন।   বিরল এই যৌথ বিবৃতিতে পরিস্থিতিকে ‘ভয়াবহ’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।

স্বাক্ষরকারীদের মধ্যে ওসিএইচএ, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেন এবং কেয়ার ইন্টারন্যাশনালের প্রধানরা রয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, প্রায় এক মাস ধরে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান প্রাণহানি হওয়ায় বিশ্ববাসী বিস্মিত ও আতঙ্কের মধ্যে রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১,৪০০ মানুষ নিহত হয়েছে এবং ২০০ জনেরও বেশি জিম্মি হয়েছে, ইসরায়েলি সম্প্রদায়ের ওপর রকেট নিক্ষেপ অব্যাহত রয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর