ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলি বাহিনীর লক্ষ্য হামাসের রকেট উৎক্ষেপণ শক্তি নির্মূল করা
অনলাইন ডেস্ক
রকেট হামলার একটি চিত্র

ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্য হচ্ছে হামাসকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা থেকে বিরত রাখা। এই রকেট বেসামরিক নাগরিকদের জীবন বাধাগ্রস্ত করছে। ফলস্বরূপ দেশের অর্থনীতিকে ব্যাহত করছে।

বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা একটি দীর্ঘ যুদ্ধের মধ্যে রয়েছি, এবং বেসামরিক অর্থনীতির বিষয়টি যুদ্ধ পরিচালনার একটি প্রধান ফ্যাক্টর।

ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে গ্যালান্ট আরও বলেন, ‘পুরোপুরি না হলেও আমাদের দ্রুত সমস্যার সমাধান করতে হবে।’

তিনি বলেন, বর্তমানে হামাসের রকেট হামলা মূলত জীবন যাপনের রুটিন বিঘ্নিত করার উদ্দেশ্যেই হচ্ছে। আমাদেরকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর