ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় তুলতে চান এরদোয়ান
অনলাইন ডেস্ক

গাজায় মানবতাবিরোধী-যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েল ও দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় তুলতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

নেতানিয়াহুকে কাঠগড়ায় তুলতে সম্ভাব্য সব চেষ্টা করবেন বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট। 

এরদোয়ান বলেছেন, ‌‘আমি ঘোষণা করেছি মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে সব ধরনের উদ্যোগ নেব। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করবে।’

এরদোয়ান আরো দাবি করেছেন, নেতানিয়াহু তার দেশেই সমর্থন হারিয়েছেন। আর তিনি হারানো সমর্থন ফিরে পেতেই গাজায় এই গণহত্যা চালিয়েছেন।

গাজায় চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছে হাজার হাজার মানুষ। গাজার বাসিন্দাদের ঘরে খাবার নেই, সুপেয় পানি নেই। হাসপাতালগুলোতেও থেমে থেমে হামলা করছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আনাদুলু

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর