ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বন্দি বিনিময় চুক্তির আগ মুহূর্তে আরেক জিম্মির মৃত্যু
অনলাইন ডেস্ক
বিবিসির নিউজের স্ক্রিনশট

গাজায় সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েল।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে চারদিনের এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেয় ইসরায়েল সরকার।

এদিকে, বন্দি বিনিময় চুক্তি ঘোষণার আগ মুহূর্তে গাজায় আটক আরেক জিম্মির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার প্রতিরোধ গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদ।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা এক নারী ইসরায়েলি জিম্মির মৃত্যুর তথ্য প্রকাশ করেছে।

তবে প্রতিরোধ গোষ্ঠীটি ওই জিম্মির পরিচয় প্রকাশ করেনি এবং জানায়নি তিনি কীভাবে মারা গেছেন। ইসরায়েল কর্তৃপক্ষও রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ হামাসের অংশ নয়। এই প্রতিরোধ গোষ্ঠীটি হামাস থেকে আলাদা। হামাস ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে। তবে ইসলামিক জিহাদের যোদ্ধারা গত ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলে নজিরবিহীন হামলায় অংশ নিয়েছিল। ওই দিন দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/আজাদ



এই পাতার আরো খবর