ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

থাইল্যান্ডের ১২ জিম্মিকে মুক্তি দিল হামাস
অনলাইন ডেস্ক
ইসরায়েলি একটি হেলিকপ্টার

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় হামাসের হাতে জিম্মি ১২ থাই নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, দূতাবাসের কর্মকর্তারা তাদের তুলে নেওয়ার পথে রয়েছেন। তবে জিম্মিরা কোথায় আছে তা নির্দিষ্ট করেননি।

মিশরীয় স্টেট ইনফরমেশন সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, মিশরের নিবিড় প্রচেষ্টার ফলে ১২ জন থাই নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে চুক্তি হয়েছিল, থাই নাগরিকদের মুক্তি দেওয়া তার অংশ নয়।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর