ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বেসামরিক গাজাবাসীর সুরক্ষা নিয়ে ইসরায়েলকে আমেরিকার হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ফাইল ছবি

গাজার বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 

গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার কাতার এবং মিসরের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দিন।

বৈঠকে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি বৃদ্ধির জোর দাবি জানিয়েছে কাতার ও মিসর। অক্টোবরে হামাস-ইসরায়েল যুদ্ধের পর ওই অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটা তৃতীয় সফর।

ব্লিংকেন বলেন, ওয়াশিংটন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তাদের অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ করতে হবে। 

অন্যদিকে, বেসামরিক গাজাবাসীর সুরক্ষার প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিরস্ত্র গাজাবাসীর সুরক্ষার বিষয়ে নজর রাখবে।

হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই ওয়াশিংটন তেল আবিবের সুরেই সুর মিলিয়ে আসছিল। তবে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনির হতাহতের পর যুক্তরাষ্ট্রের টনক নড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র:  আল জাজিরা

বিডি প্রতিদিন/আজাদ



এই পাতার আরো খবর