ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সুদানে শেষ হচ্ছে জাতিসংঘের মিশন
অনলাইন ডেস্ক
মিশন শেষ হওয়ার পরে জাতিসংঘের কর্মকর্তারা বিভিন্ন মানবিক সংস্থার উপস্থিতির মাধ্যমে সুদানের জনগণকে সহায়তা অব্যাহত রাখার আশা করছেন। ফাইল ছবি

সুদানে জাতিসংঘ মিশন শেষ করার পক্ষে প্রস্তাব পাস করেছে নিরাপত্তা পরিষদ। শুক্রবার এ বিষয়ে ভোটগ্রহণ হয়।

ভোটে ১৫ কাউন্সিল সদস্যের মধ্যে ১৪ জন প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া এ ভোটদান থেকে বিরত থাকে।

সুদানে জাতিসংঘের মিশন আগামীকাল রবিবার শেষ হবে। তারপর আগামী তিন মাসের মধ্যে জাতিসংঘ তার সব কর্মকর্তা ও কর্মচারীকে সুদান থেকে প্রত্যাহার করে নেবে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক গত মাসে নিশ্চিত করেছেন, সুদানে জাতিসংঘের মিশনে তাদের ২৪৫ জন কর্মকর্তা নিযুক্ত রয়েছেন। তাদের মধ্যে ৮৮ জন সুদান পোর্টে। বাকিরা নাইরোবি এবং আদ্দিস আবাবায় নিযুক্ত রয়েছেন।  

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, সুদানে আন্তর্জাতিক উপস্থিতি না থাকলে দেশটির বেসামরিক নাগরিকদের ভয়াবহ পরিণতি হবে। দেশটিতে সহিংসতা সৃষ্টিকারী অপরাধীদের তৎপরতা বেড়ে যাবে।

সুদানে জাতিসংঘের মিশনটির নাম ইউনাইটেড নেশন্স ইন্টিগ্রেটেড ট্রানজিশন অ্যাসিসট্যান্স মিশন (ইইএনআইটিএএমএস)। ২০২০ সালে স্বৈরাচারী ওমর আল-বশির সরকারের পতন হলে দেশটিতে গণতান্ত্রিক পরিবর্তনে সহায়তা করতে এ মিশন শুরু হয়।

সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 



এই পাতার আরো খবর