ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জাপান-ফিলিপাইনের দিকে সুনামি ধেয়ে আসছে
অনলাইন ডেস্ক
ফিলিপাইন ও জাপানের উপকূলের দিকে ধেয়ে আসছে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাওতে শনিবার (২ ডিসেম্বর) ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এ ভূকম্পনের প্রভাবে সমুদ্রে সুনামির সৃষ্টি হয়েছে। এটা ফিলিপাইন ও জাপানের উপকূলের দিকে ধেয়ে আসছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সুনামির কারণে ৩ ফুট উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা থেকে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলের বাসিন্দাদের জরুরিভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে ফিলিপাইনের ভূকম্পবিদ্যা সংস্থা ফিভোলকস জানিয়েছে, ফিলিপাইনে মধ্যরাতে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে জোয়ার থেকে ৩ মিটার (প্রায় ১০ ফুট) উঁচু সুনামি দেখা যেতে পারে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর