ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে ১১ আরোহী নিহত
অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে আগ্নেয়গিরির বিস্ফোরণে কমপক্ষে ১১ জন আরোহীর মৃতদেহ পাওয়া গেছে।  সোমবার স্থানীয় এক উদ্ধারকারী কর্মকর্তা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

সুমাত্রা দ্বীপের মারাপি পর্বতের উচ্চতা ২,৮৯১ মিটার (৯,৪৮৪ ফুট)।  রবিবার এই পর্বতে অগ্ন্যুৎপাত হলে আকাশে ৩০০০ মিটার ওপরে ছাই ছড়িয়ে পড়ে।

পাদাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আবদুল মালিক বলেন, ২৬ জন লোককে সরিয়ে নেওয়া যায়নি। আমরা তাদের মধ্যে ১৪ জনকে খুঁজে পেয়েছি। তিনজনকে জীবিত পাওয়া গেছে এবং ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

তিনি বলেন, শনিবার থেকে পাহাড়ে মোট ৭৫ জন পর্বতারোহী ছিলেন যাদের উদ্ধারকর্মীরা উদ্ধারের চেষ্টা করছিলেন।

১২ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং ৪৯ জন নেমে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর