ভেনেজুয়েলা সীমান্তের কাছে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে থাকা সাত গায়ানিজ সৈন্যের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গায়ানা প্রতিরক্ষা বাহিনী।
বুধবার ভেনেজুয়েলার কাছে সৈন্যদের সাথে দেখা করতে যাওয়ার সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় অন্য দুই সৈন্য প্রাণে বেঁচে গেছেন বলে মনে করা হচ্ছে।
জিডিএফের এক বিবৃতিতে বলা হয়, অনুসন্ধান দলগুলো ঘটনাস্থলে কয়েকজনের জীবিত থাকার ইঙ্গিত দিয়েছে। চিকিৎসকসহ সৈন্য ও উদ্ধারকারী দল মোতায়েন করা হলেও আবহাওয়ার কারণে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। গায়ানিজ প্রেসিডেন্ট ইরফান আলী এক বিবৃতিতে বলেন, এই ক্ষয়ক্ষতির মাত্রা দেশ ও গায়ানা প্রতিরক্ষা বাহিনীর জন্য অপরিসীম। আমাদের সেরা কয়েকজন সেনার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। গায়ানিজ কর্তৃপক্ষ বলেছে, হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার ঘটনায় ভেনেজুয়েলা জড়িত ছিল এমন কোনো তথ্য তাদের কাছে নেই।
বিডিপ্রতিদিন/কবিরুল
অন্য দুই সৈন্য