ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিমান থেকে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

রবিবার ইসরায়েল সীমান্ত লাগোয়া লেবাননের দক্ষিণের ইয়ারুন, রমিশ এবং আইতা আল-শাব গ্রামে এই হামলা চালানো হয়। তবে এতে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইসরায়েলের ব্মিান বাহিনী দক্ষিণ লেবাননে ওই হামলা চালিয়েছে বলে লেবাননের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ইসরায়েলি বিমান হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, দক্ষিণ লেবাননে ব্যাপক বিস্ফোরণ ঘটছে।

লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে শনিবার অন্তত ১০ বার হামলা চালানো হয়েছে বলে দাবি করার পর ইসরায়েলি বাহিনী ওই হামলা চালিয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পশ্চিম গ্যালিলি শহরে রকেট এবং ড্রোন হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

বিডি প্রতিদিন/আজাদ



এই পাতার আরো খবর