ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যুক্তরাজ্যে প্রশিক্ষিত ২০০ আফগান সেনাকে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান
অনলাইন ডেস্ক
আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের লড়াইয়ের একটি দৃশ্য

যুক্তরাজ্যের প্রশিক্ষিত ও অর্থায়নকৃত আফগান স্পেশাল ফোর্সের প্রায় ২০০ সদস্যকে তালেবান নিয়ন্ত্রিত দেশে নির্বাসনের মুখোমুখি হতে হচ্ছে।

আফগান প্রবীণদের একটি নেটওয়ার্ক এই তথ্য সংগ্রহ করেছে। যুক্তরাজ্যের একজন সাবেক জেনারেল এই ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘লজ্জাজনক’ আখ্যায়িত করেছেন। 

খবর অনুসারে, ওই সৈন্যরা তালেবানের ক্ষমতাগ্রহণের মুখে পাকিস্তানে পালিয়ে যায়। এখন তারা পাকিস্তান থেকে বহিষ্কার হচ্ছে। 

যুক্তরাজ্য বলছে, তারা হাজার হাজার আফগানকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

জেনারেল স্যার রিচার্ড ব্যারনস যিনি আফগানিস্তানে ১২ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন, বিবিসি নিউজনাইটকে বলেন,  এই সৈন্যদের স্থানান্তরে যুক্তরাজ্যের ব্যর্থতা ‘লজ্জাজনক’ । কারণ এটি প্রতিফলিত করে যে জাতি হিসাবে আমরা দ্বিমুখী কিংবা অক্ষম। আর এই দুটোর কোনোটিই গ্রহণযোগ্য নয়। 

তিনি বলেন, এটি একটি বিশ্বাসঘাতকতা, এবং এই বিশ্বাসঘাতকতার মূল্য হবে যারা আমাদের সাথে কাজ করেছে তারা মারা যাবে বা কারাগারে তাদের বাকি জীবন কাটাবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর