ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এই যুদ্ধে ইসরায়েল বিজয়ী হতে পারবে না : জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
সারি সারি ইসরায়েলি ট্যাঙ্ক

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইসরায়েল এমন একটি যুদ্ধে লিপ্ত, যেখানে তারা বিজয়ী হতে পারবে না। তিনি বলেন, ইসরায়েল গাজায় ‘নৃশংসতার’ সঙ্গে যুদ্ধ চালিয়ে নিজেদের মিত্রসহ সবাইকে অগ্রাহ্য করেছে।

দোহা ফোরামের একটি প্যানেলে ‘মধ্যপ্রাচ্যের জন্য এখন কী? সেশনের অংশ হিসেবে সাফাদি এ মন্তব্য করেন।

সিএনএন-এর বেকি অ্যান্ডারসন প্যানেলটি পরিচালনা করেছিলেন। এক্সে (আগের নাম টুইটার) একটি ক্লিপ পোস্ট করেন ওই সাংবাদিক যেখানে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, যুদ্ধে ইসরায়েল মাইর খাচ্ছে। 

সাফাদি বলেন, ইসরায়েল এমন এক ধরনের ঘৃণা সৃষ্টি করেছে, যা এই অঞ্চলকে বিপর্যস্ত করবে। আগামী প্রজন্মকে সংজ্ঞায়িত করবে। এটি তার নিজের জনগণকে যেমন ক্ষতি করছে, তেমনি এই অঞ্চলের অন্য সবাইকেও ক্ষতি করছে। এটি এমন একটি যুদ্ধ যা জেতা যায় না। ইসরায়েল ইতিমধ্যে কৌশলগত পরাজয়ের মুখোমুখি হয়েছে।  

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর