ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে কারণে স্থগিত হল গাজা যুদ্ধ নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট স্থগিত হয়েছে। সোমবার এ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, প্রস্তাবিত খসড়ার চিঠি সদস্য দেশগুলোর কাছে না পৌঁছানোয় মঙ্গলবার পর্যন্ত ভোট স্থগিত করেছে জাতিসংঘ।

সংযুক্ত আরব আমিরাতের আনা খসড়া প্রস্তাবটির মাধ্যমে গাজায় সব জিম্মিদের নিঃশর্ত মুক্তির বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়া বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন হচ্ছে উল্লেখ করে নিন্দা জানানো হয়।

এদিকে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১৯ হাজার ৪৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া আহত রয়েছেন অর্ধ লাখের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান, আনাদোলু এজেন্সি

বিডি প্রতিদিন/আজাদ



এই পাতার আরো খবর