ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঘোষণা
মালয়েশিয়ার বন্দরে ভিড়তে পারবে না ইসরায়েলের জাহাজ
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, তার দেশের সমুদ্রবন্দরে ইসরায়েলের সবচেয়ে বড় জাহাজ কোম্পানির কোনো জাহাজ ভিড়তে পারবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গত আড়াই মাস ধরে চলা বর্বর আগ্রাসনের প্রতিবাদে আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দিলেন।

তিনি আরো বলেন, যেসব জাহাজ ইসরায়েলের দিকে যাবে এবং যেসব জাহাজ ইজরায়েলি পতাকা বহন করবে তারাও মালয়েশিয়ার কোনো বন্দর থেকে কার্গো বোঝাই করতে পারবে না।

বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসব ঘোষণা দেন। তিনি বিবৃতিতে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয়কে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। আনোয়ার ইসরায়েলের সবচেয়ে বড় শিপিং ফার্ম জিআইএম-এর কথা উল্লেখ করেছেন।

মালয়েশিয়ার মন্ত্রিসভা ২০০২ সালে ইসরায়েলি কোম্পানির জাহাজ মালয়েশিয়ার বন্দরে নোঙর করার অনুমতি দেয়। ২০০৫ সালে ইসরায়েলের মালিকানাধীন জাহাজকেও মারয়েশিয়ার বন্দরে নোঙর করার সুবিধা দেয়। কিন্তু বুধবারের এই আদেশের মধ্য দিয়ে সেই অনুমোদন প্রত্যাহার করা হলো।

সূত্র : পার্সটুডে, আল-জাজিরা 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর