ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গোপন মিশনে মহাকাশে ফের স্পেসপ্লেন উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র মহাকাশে রোবটিক স্পেসপ্লেন উৎক্ষেপণ করেছে। দুই সপ্তাহ আগে চীন নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটিক স্পেসপ্লেন মহাকাশে উৎক্ষেপণ করেছে। চীনের পরই যুক্তরাষ্ট্রও তাদের স্পেসপ্লেন পাঠালো। এর মাধ্যমে মহাকাশে দেশ দুটির ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ করলো।

 স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রোবটিক স্পেসপ্লেনটি উৎক্ষেপণ করা হয়।

এক্স-৩৭বি রোবটিক স্পেসপ্লেনটি মূলত মার্কিন সামরিক বাহিনীর গোপন মিশন। এর আগে তারা অন্তত ছয়বার স্পেসপ্লেন উৎক্ষেপণ করেছে। বৃহস্পতিবার ছিল সপ্তম স্পেসপ্লেন উৎক্ষেপণ। 

তবে স্পেসপ্লেন উৎক্ষেপণে এবারই প্রথম স্পেসএক্স ফ্যালকন হেভি রকেট ব্যবহার করা হয়েছে। ফ্যালকন হেভি রকেট তিনটি তরল-জ্বালানিযুক্ত রকেট কোরের সমন্বয়ে গঠিত। রকেটটি এ স্পেসপ্লেনকে আগের চেয়ে উচ্চতর গতিতে কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর