ঢাকা, রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

নেতানিয়াহুর বিচারিক সংস্কার বাতিল করল ইসরায়েলের সুপ্রিম কোর্ট
অনলাইন ডেস্ক
নেতানিয়াহু

ইসরায়েলে সুপ্রিম কোর্ট বিতর্কিত বিচারিক সংস্কার বাতিল করেছে। বিতর্কিত এই বিচারিক সংস্কারের পরিকল্পনা গত বছর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। 

ওই সংস্কার পরিকল্পনায় সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছিল।  নেতানিয়াহু সরকার ইসরায়েলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করতে গত বছরের শুরুতেই একটি পরিকল্পনা উন্মোচন করে। এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসরায়েলের পার্লামেন্টের পক্ষে সুপ্রিম কোর্টের রায়গুলোকে বাতিল করা সহজ হতো।

সমালোচকরা বলেন, এটি বিচার ব্যবস্থাকে দুর্বল করে দেশের গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। 

গত বছরের জুলাই মাসে সরকার আইনটি পাস করে। আইনটি ইসরায়েলে ব্যাপক ক্ষোভ ও বিভাজন সৃষ্টি করে। টানা কয়েক মাসের বিক্ষেভের পর ২০২৩ সালে সরকারের গৃহীত এই আইনটি বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সামনে এলো। 

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর