ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৭০টিরও বেশি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি কিয়েভের
অনলাইন ডেস্ক

কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের (কেজিভিএ) প্রধান বলেছেন, ইরানের তৈরি এক ডজনেরও বেশি শাহেদ অ্যাটাক ড্রোন উৎক্ষেপণের মধ্য দিয়ে শুরু হওয়া রাশিয়ার বিমান হামলার পর রাজধানী তেহরানে ছয়বার রুশ বিমান হামলা চালানো হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সেরহি পপকো বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী সব ড্রোন ও ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

তিনি আরও বলেন, রাজধানীতে এত বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার ফলে দুর্ভাগ্যজনকভাবে আবাসিক ভবন ধ্বংস হয়েছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে। ভুক্তভোগী আছে অনেক। বিশেষ করে সোলোমিয়ানস্ক জেলায় এর পরিণতি ভয়াবহ। সেখানে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। আগুন মেঝেতে মানুষ আটকা পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ও খার্কিভে রাশিয়ার সর্বশেষ হামলায় চারজন নিহত ও ৯২ জন আহত হয়েছেন।

এক্স-এ বার্তায় জেলেনস্কি দেশের বিমান প্রতিরক্ষা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে তিনি ইউক্রেনের বৈশ্বিক মিত্রদের সাথে কাজ চালিয়ে যাবেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর