ঢাকা, রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

যুদ্ধে যোগ দেওয়া বিদেশিদের নাগরিকত্ব দিতে পুতিনের ডিক্রি জারি
অনলাইন ডেস্ক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির সামরিক বাহিনীতে চুক্তিবদ্ধ বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে একটি ডিক্রিতে (সরকারি আদেশ) স্বাক্ষর করেছেন।

সরকারি পোর্টালে প্রকাশিত ডিক্রিতে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হওয়ার পর থেকে সশস্ত্র বাহিনী বা অন্যান্য সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি করেছেন এমন বিদেশি নাগরিকরা রাশিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করার অধিকার পাবেন।

এই সময়ের মধ্যে সামরিক বাহিনী থেকে বরখাস্ত হওয়া সৈন্যরাও আবেদন করতে পারবেন, এবং যাদের আবেদন করার অধিকার রয়েছে তাদের স্ত্রী এবং সন্তানরাও এটি করতে সক্ষম হবেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর