ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েল ধ্বংসের পরও ইতিহাসে তাদের অপরাধ লেখা থাকবে : খামেনি
অনলাইন ডেস্ক
বক্তব্য রাখেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের প্রেসিডেন্ট খামেনি বলেছেন, ইসরায়েল ধ্বংসের অনেক দিন পর ইতিহাস তাদের অপরাধ মনে রাখবে।

আল জাজিরার খবর অনুসারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইসরায়েল একদিন বিলুপ্ত হবে। কিন্তু ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড স্মরণীয় হয়ে থাকবে।

 কোয়ম শহরে এক সমাবেশে তিনি বলেন, এসব অপরাধ ইতিহাসে থাকবে। এমনকি আল্লাহর সাহায্যে ইহুদিবাদী শাসনের পতন, ধ্বংস এবং পৃথিবী থেকে সরানোর পরেও, এই অপরাধগুলি ভুলে যাওয়া হবে না।

খামেনি আরও বলেন, সেদিন ইতিহাস বইয়ে লেখা থাকবে, এমন লোক ছিল যারা এই অঞ্চলে শাসন করতে এসেছিল এবং কয়েক সপ্তাহের মধ্যে হাজার হাজার শিশু ও নারীকে হত্যা করেছিল।

খামেনি বলেন, যারা স্পষ্ট দেখেন তারা দীর্ঘদিন যাবত ভবিষ্যদ্বাণী করছেন, ইসরায়েল পরাজিত হবে এবং ফিলিস্তিনিরা বিজয়ী হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর