ঢাকা, সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে যা বলেছেন ব্লিঙ্কেন
অনলাইন ডেস্ক
ব্লিঙ্কেন ও মাহমুদ আব্বাসের বৈঠকের চিত্র

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে আব্বাসকে ব্লিঙ্কেন বলেছেন, হোয়াইট হাউস ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ‘বাস্তব পদক্ষেপ’ সমর্থন করে।

ব্লিঙ্কেন ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে। উভয় রাষ্ট্র শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। 

ব্লিঙ্কেন আরও উল্লেখ করেন, পশ্চিম তীরে ‘অস্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে’। সেখানে হামাস এবং অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইডিএফের অভিযান বৃদ্ধি পেয়েছে। বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতাও বেড়েছে।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর জোর দিয়ে বলেন, ইসরায়েল কর্তৃক সংগৃহীত সমস্ত ফিলিস্তিনি কর রাজস্ব পূর্ববর্তী চুক্তি অনুসারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া উচিত। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর