ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মোসাদের ‘গুপ্তচর ঘাঁটি’তে হামলা নিয়ে যা বলল ইরান
অনলাইন ডেস্ক
ইরানের হামলায় ইরবিলে ধ্বংসকৃত ভবন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরাক ও সিরিয়ায় দেশটির রেভল্যুশনারি গার্ডের হামলা নিরাপত্তা হুমকি মোকাবিলায় একটি ‘সুনির্দিষ্ট ও লক্ষ্যযুক্ত’ অভিযান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সিরিয়ার ইদলিবে ‘সন্ত্রাসী সদর দফত’ এবং উত্তর ইরাকের ইরবিলে ‘মোসাদ চালিত’ একটি কেন্দ্রে’ হামলা চালিয়েছে ইরান।

কানানি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র একটি সুনির্দিষ্ট ও লক্ষ্যযুক্ত অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অপরাধীদের সদর দফতরে হামলা চালিয়েছে।

সোমবার ইরাকের উত্তরাঞ্চলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি গুপ্তচর ঘাঁটি এবং সিরিয়ায় ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী’র ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি বাহিনী।

নাসের কানানি বলেন, ‘ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় এসব হামলা চালানো হয়েছে।’ তিনি বলেন, ইরান সবসময় এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তাসমর্থন করে। একইসঙ্গে অন্যান্য দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে। সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল 



এই পাতার আরো খবর