ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাম মন্দির উদ্বোধন : আবেগে আপ্লুত মোদি যা বললেন
অনলাইন ডেস্ক
নরেন্দ্র মোদি। ছবি : পিটিআই

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার মন্দিরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় রামমন্দিরের প্রধান কক্ষে রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেওয়া হয়।

এর মাধ্যমে বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়। মোদি এতে নেতৃত্ব দেন। এখানেই জনসভা হয়েছে। রামমন্দিরের সামনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বক্তব্য রাখাই নয়, একেবারে আবেগে ভেসে গেলেন তিনি।

মোদি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘রাম ভারতের আস্থা। রাম ভারতের আধার। রাম ভারতের বিচার। রাম ভারতের বিধান। রাম ভারতের চেতনা। রাম ভারতের চিন্তন। রাম ভারতের প্রতিষ্ঠা। রাম ভারতের প্রতাপ। রাম প্রবাহ। রাম নিত্য়তা। রাম নিরন্তরতা। রাম ব্যাপক। রাম বিশ্বাস। রাম বিশ্ব আত্মা। এই কারণে রামের প্রতিষ্ঠা যখন হয় তখন শুধু বছর বা শতাব্দী ধরে নয়, তার প্রভাব হাজার বছর ধরে হয়।’

তিনি বলেন, ‘রাম আগুন নন, রাম হলে উর্জা। রাম হলেন শক্তি। রাম বিবাদ নয়, রাম সমাধান। রাম শুধু আমাদের নন। রাম সকলের। রাম শুধু বর্তমানের নয়, রাম চিরকালের।’

সূত্র : হিন্দুস্তান টাইমস 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ  



এই পাতার আরো খবর