ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মার্কিন হামলা সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন: ইরাক
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

ইরাকের বাবিল ও আনবার শহরে সম্প্রতি বিমান হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। 

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ইরাকি আইনপ্রণেতারা সংসদে বলেছেন- যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং ওয়াশিংটনের আন্তর্জাতিক চুক্তির অসম্মান।”

আইনপ্রণেতারা ইরাকের সরকারকে ইরাক থেকে বিদেশি বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের জন্য সংসদীয় সিদ্ধান্তের বাস্তবায়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। কারণ তাদের উপস্থিতি নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ইরাকি জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

ইরাক সরকার এর আগেও মার্কিন বিমান হামলাকে ‘ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে অভিহিত করে।

মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, যুক্তরাষ্ট্র ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ ও অন্যান্য ইরান-সম্পর্কিত গোষ্ঠীগুলোর তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

বিডি প্রতিদিন/আজাদ



এই পাতার আরো খবর