ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইসরায়েলের নিরাপত্তার জন্য ইরানের সঙ্গে বোঝাপড়া প্রয়োজন : সিআইএ প্রধান
অনলাইন ডেস্ক
সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস

সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস মনে করেন, ইসরায়েল ও পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য ইরানের সঙ্গে সমঝোতা বা বোঝাপড়া প্রয়োজন।

গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে বহুপাক্ষিক আলোচনার জন্য প্যারিসে থাকা বার্নস মার্কিন আউটলেট ফরেন অ্যাফেয়ার্সে এক দীর্ঘ নিবন্ধে এ কথা লিখেছেন।

তিনি বলেন, ইরান সরকার এই সংকটে উৎসাহিত হয়েছে এবং তাদের পরমাণু কর্মসূচি সম্প্রসারণ ও রুশ আগ্রাসনকে প্রশ্রয় দেওয়ার পাশাপাশি, আঞ্চলিক প্রক্সির শেষ যোদ্ধা টিকে থাকা পর্যন্ত ইরান লড়াই করতে প্রস্তুত বলে মনে হচ্ছে।

তবে বার্নস সুনির্দিষ্টভাবে বলেননি যে, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের কীভাবে পদক্ষেপ নেওয়া উচিত। 

সিআইএ প্রধান এমন এক সময়  এসব কথা বলছেন যখন, ইরাকের তেহরান-সমর্থিত ইসলামিক রেজিস্ট্যান্সের ড্রোন হামলায় জর্ডানে তিন মার্কিন সেনা নিহত হয়েছে।  

সিআইএ পরিচালক আরও বলেন, সক্রিয় মার্কিন নেতৃত্ব ছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে সমস্যার সমাধান সম্ভব নয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর