ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট দিয়ে রাশিয়ার সেই উড়োজাহাজ ভূপাতিত করে ইউক্রেন : পুতিন
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র

গত সপ্তাহে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়ট দিয়ে উড়োজাহাজটি ভূপাতিত করে ইউক্রেন। 

 ওই উড়োজাহাজে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর ৬৫ সদস্য, ৬ জন ক্রু এবং যুদ্ধবন্দীদের পাহারায় নিয়োজিত ৩ ব্যক্তি ছিলেন।

রাশিয়ার সংবাদমাধ্যম তাস প্রেসিডেন্ট পুতিনকে উদ্ধৃত করে বলেছে, উড়োজাহাজটি ভূপাতিত করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট সিস্টেম দ্বারা।

পুতিন এটিকে একটি ‘সুপ্রতিষ্ঠিত’ সত্য বলে অভিহিত করে বলেছেন এই তথ্য প্রাসঙ্গিক বিশেষজ্ঞের পর্যালোচনা দ্বারা নিশ্চিত করা হয়েছে।

এর আগে রাশিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছিল, বিধ্বস্ত হওয়ার স্থানে এক বা একাধিক ক্ষেপণাস্ত্রের টুকরো পাওয়া গেছে।

এ ঘটনায় চলমান তদন্তের ফলাফল নিয়ে রুশ তদন্তকারীরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো সংবাদমাধ্যম তাসকে জানিয়েছে, উড়োজাহাজটির ব্ল্যাক বক্স বিশ্লেষণ করে দেখা গেছে, এটি ইচ্ছাকৃতভাবে গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

আরেকটি সূত্র বার্তা সংস্থাটিকে জানিয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর