ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অর্ধেক কেন্দ্রের ফল ঘোষিত, সামান্য ব্যবধানে এগিয়ে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা
অনলাইন ডেস্ক

পাকিস্তানের নির্বাচন কমিশন এখন পর্যন্ত জাতীয় পরিষদের অর্ধেকেরও বেশি (১৩৬) আসনের ফলাফল ঘোষণা করেছে।

পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫৪টি আসনে জয়ী হয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

পিএমএল-এন ৪২ তম স্থানে রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং শাহবাজ শরিফ উভয়কে তাদের নির্বাচনী এলাকা থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানে জাতীয় পরিষদে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই গতকাল ভোট হয়েছে ২৬৫ আসনে।

ডনের খবরে বলা হয়েছে, কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে এবার ১৩৪টি আসনে জিততে হবে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর