ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করছে রুশ বাহিনী, অভিযোগ ইউক্রেনের
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলোতে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ ব্যবহার করছে রুশ বাহিনী, এমন অভিযোগ করেছে ইউক্রেন। 

রবিবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনী এই অভিযোগ তোলে।

কিয়েভের গোয়েন্দা বাহিনীর দাবি, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলার পর থেকে ইলন মাস্কের স্যাটেলাইট ব্যবস্থা কৌশলগতভাবে ব্যবহার করে আসছে মস্কো। তবে কিয়েভের এ অভিযোগ অস্বীকার করেছে স্টারলিংক। রুশ সরকার বা তাদের সামরিক বাহিনীর সঙ্গে স্টারলিংকের কোনও ধরনের ব্যবসায়িক সংযোগ নেই বলে দাবি করেছে তারা।

এদিকে রাশিয়ার ব্যবহৃত ডিভাইসগুলো শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের (জিইউআর) মুখপাত্র আন্দ্রি ইউসভ। 

এক বিবৃতিতে সংস্থাটি বলছে, টার্মিনালগুলো রাশিয়ার ৮৩তম এয়ার অ্যাসল্ট ব্রিগেডের মতো ইউনিটগুলো ব্যবহার করে থাকে। এ ব্রিগেড ডোনেটস্কের আংশিক দখলকৃত পূর্বাঞ্চলের ক্লিশচিভকা ও আন্দ্রিভকা শহরের কাছে যুদ্ধরত রয়েছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা, দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/আজাদ



এই পাতার আরো খবর