ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আবু ধাবির প্রথম মন্দির উদ্বোধন করবেন মোদি
অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে দু'দিনের সফরে আবুধাবিতে আজ বুধবার প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিএপিএস মন্দিরের উদ্বোধনকে সংযুক্ত আরব আমিরাত এবং মধ্য প্রাচ্যের হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে দেখা হচ্ছে। 

২৭ একর জায়গা জুড়ে বিস্তৃত ১০৮ ফুট উঁচু ভবনটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম হিন্দু মন্দিরও হবে এটি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ২০১৫ সালে আবু ধাবির আবু ম্রেখায় মন্দিরের জন্য সাড়ে ১৩ একর জমি দান করেছিলেন। ২০১৯ সালে আরও ১৩.৫ একর জমি দান করার পরে মন্দির নির্মাণের কাজ শুরু হয়।

বোচাসানবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা এই মন্দিরটি নির্মাণ করেছে এবং প্রধানমন্ত্রী মোদী ২০১৮ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বুধবার সকালে শুরু হয়েছে প্রতিমা অভিষেক অনুষ্ঠান।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর