ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

যে গণতান্ত্রিক দেশের রাজধানী নেই
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরটিই সেই দেশের রাজধানী হয়ে থাকে। তবে এমন একটি দেশ আছে এই বিশ্বে যার নেই কোনো রাজধানী। দেশটির নাম নাউরু। এটি বিশ্বের একমাত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্রী দেশ যার এখনও কোনো রাজধানী নেই। তবে স্বীকৃত রাজধানী না থাকলেও নাউরুর সরকারি দফতরগুলো অবস্থিত ইয়ারেন জেলায়।

দেশটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ায় অবস্থিত। এটি নোরু নামেও পরিচিত। শুধু তা-ই নয়, দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনীও নেই। নাউরু পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। দেশটিকে একসময় ‘প্লেজেন্ট আইল্যান্ড’ নামেও ডাকা হতো।

দেশটির মোট আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার। ২০২৩ সালের হিসাবে এর মোট জনসংখ্যা প্রায় ১৪ হাজার ৪০০। এই দেশের প্রায় ৯৬ শতাংশ মানুষই শিক্ষিত।

এত অল্প জনসংখ্যা সত্ত্বেও এখানকার মানুষের মধ্যে দক্ষতার অভাব নেই। কম জনসংখ্যা থাকা সত্ত্বেও এই দেশটি কমনওয়েলথ এবং অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে আসছে। এই দেশের সরকারি মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার এবং এই অঞ্চলের অধিবাসীদের বলা হয় নাউরুয়ান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর