ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফিলিপাইনে উগ্রবাদীদের সঙ্গে সংঘর্ষ, ছয় সেনাসহ নিহত সাত
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামী উগ্রবাদীদের সাথে সৈন্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয় সৈন্য এবং এক উগ্রবাদী রয়েছে। 

গত ডিসেম্বরে ক্যাথলিক জনগোষ্ঠী লক্ষ্য করে চালানো বোমা হামলায় জড়িত উগ্রবাদীদের গ্রেফতারে অভিযান চালানোর সময় তাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সোমবার সেনা মুখপাত্র এ কথা জানিয়েছে।

ফিলিপাইন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল লুই মেদা-আলা বলেন, “মিন্দানাও দ্বীপের মুনাই শহরের পাশের একটি জঙ্গলে রোববার এ সংঘর্ষ হয়।”

তিনি বলেন, “এটি হচ্ছে দাওলাহ ইসলামিয়ার উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযানের অংশ। এ অভিযানে দুর্ভাগ্যবশত আমরা হতাহতের শিকার হয়েছি।”

এ সময় নিহতের পাশাপাশি ফিলিপাইনের চার সৈন্য আহত হয়েছে বলেও জানান তিনি। সূত্র: স্ট্রেইটস টাইমস, এএফপি

বিডি প্রতিদিন/আজাদ



এই পাতার আরো খবর