ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাশিয়ার প্রায় ২০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে ইইউর নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
দোনেতস্ক অঞ্চলে রাশিয়ার একটি বিধ্বস্ত ট্যাঙ্ক

ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ১৩তম প্যাকেজ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞার মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপের জন্য দায়ী আরও ১৯৪ জন ব্যক্তি এবং সংস্থা রয়েছে।

এতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় ‘১০৬ ব্যক্তি ও ৮৮টি প্রতিষ্ঠান’ রয়েছে।প্রাথমিকভাবে ‘সামরিক ও প্রতিরক্ষা খাত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের’ অন্তর্ভুক্ত করা হয়েছে।নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে উত্তর কোরিয়া থেকে অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িতরাও রয়েছে।

নিষেধাজ্ঞাগুলি ‘বিচার বিভাগের সদস্য, স্থানীয় রাজনীতিবিদ এবং ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে নির্বাসন এবং সামরিক পুনঃশিক্ষার জন্য দায়ী ব্যক্তিদের’ লক্ষ্যবস্তু করে এবং ড্রোনের মতো সামরিক প্রযুক্তিতে রাশিয়ার অ্যাক্সেস সীমাবদ্ধ করার লক্ষ্য করা হয়েছে। 

ইইউ জানিয়েছে, প্রায় দুই বছর আগে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে প্রায় দুই হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর