ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অবশেষে মরদেহ পেলেন নাভালনির মা
অনলাইন ডেস্ক
অ্যালেক্সি নাভালনি

অবশেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী নেতা প্রয়াত অ্যালেক্সি নাভালনির লাশ তার মায়ের কাছে দেওয়া হয়েছে। নাভালনির মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তার শেষ কৃত্য কখন ও কোথায় হবে তা জানানো হয়নি। খবর বিবিসির।

খবর অনুসারে, রুশ কর্তৃপক্ষ নাভালনির মাকে তার ছেলের লাশ গোপনে বা কারাগার কলোনিতে দাফনের জন্য চাপ দিচ্ছিল। তবে চাপে দমেননি নাভালনির মা। 

গত ১৬ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে বন্দি থাকা অবস্থায় নাভালনির মৃত্যুর খবর প্রকাশ করা হয়। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ-ই অচেতন হয়ে পড়ে যান তিনি, এরপর আর জ্ঞান ফেরেনি তার।

নাভালনির স্ত্রী  ইউলিয়া নাভালনি অভিযোগ তোলেন, পুতিনের নির্দেশে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

 সর্বশেষ এক ভিডিওতে ইউলিয়া নাভালনিয়া তার স্বামীর মরদেহ ফেরত চান। তিনি বলেন, ‘আপনি (পুতিন) জীবিত থাকতে  তাকে নির্যাতন করেছেন এবং এখন মৃতদেহেও নির্যাতন করছেন। তার অবশিষ্টাংশের সঙ্গে বিদ্রুপ করছেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর