ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরাতে দক্ষিণ কোরিয়া সরকারের আল্টিমেটাম
অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার সরকার দেশটিতে চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর জেরে দেশের ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করছেন। এতে হাসপাতালে সেবা বিঘ্নিত হচ্ছে। 

হাসপাতালের শৃঙ্খলা ফেরাতে আন্দোলনরত চিকিৎসকদের  ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকার। এর ভেতর কাজে না ফিরলে লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। 

খবরে বলা হয়েছে, প্রতিবছর দক্ষিণ কোরিয়ায় প্রায় ৩ হাজার শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পান। দেশটির সরকার এই সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করার ঘোষণা দিয়েছে। এটা নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করছেন। তারা বলছেন, আগে সুযোগ-সুবিধা বাড়ানো উচিত তারপর চিকিৎসকদের সংখ্যা বাড়াক সরকার। 

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় চিকিৎসা পেশা উচ্চ বেতনযুক্ত একটি পেশা। 

সরকারি কর্মকর্তারা বলছেন, দক্ষিণ কোরিয়ার দ্রুত বর্ধমান বৃদ্ধ জনসংখ্যা মোকাবিলার জন্য আরও চিকিৎসক প্রয়োজন। দেশের বর্তমান ডাক্তার ও রোগীর অনুপাত উন্নত বিশ্বের মধ্যে সবচেয়ে কম।

দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী পার্ক মিন-সু বলেছেন, যারা ফেব্রুয়ারির মধ্যে কাজে ফিরবে না তাদের চিকিৎসা ন্যূনতম তিন মাসের জন্য  লাইসেন্স স্থগিতের শাস্তি দেওয়া হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর