ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্যারাসুট না খোলায় খাবারের বস্তার নিচে চাপা পড়ে গাজায় ৫ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
আকাশ থেকে ফেলা হচ্ছে খাবারের প্যাকেট

গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ প্যাকেজের নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

খবর অনুসারে, উড়োজাহাজ থেকে ত্রাণ নিচে ফেলার জন্য যে প্যারাসুটটি ব্যবহার করা হয়েছিল তা খোলেনি। যার ফলে বাক্সগুলি ত্রাণ সংগ্রহের জন্য  জড়ো হওয়া লোকদের ওপর পড়ে।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় আহতদের কামাল আদওয়ান হাসপাতালে মৃত্যু হয়।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলের মানুষ এমন বিয়োগান্ত ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে। তারা কেবল খাদ্য ও চিকিৎসা সরবরাহের অভাবের মুখোমুখি হচ্ছে না। খাবারের প্যাকেজগুলির জন্য অপেক্ষা করার সময় তারা হয় ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা লক্ষ্যবস্তু হচ্ছে বা অকার্যকর প্যারাসুটের দ্বারা মারা যাচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর