ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের লক্ষ্যবস্তু করা হবে : রাশিয়া
অনলাইন ডেস্ক

ইউক্রেনে পাঠানো হলে ফরাসি সেনাদের অগ্রাধিকারভিত্তিতে টার্গেট করা হবে মন্তব্য করেছেন রুশ গোয়েন্দা প্রধান।

সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেনের জয় নিশ্চিত করতে ইউরোপের পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে মন্তব্য করেন। এমনকি প্রয়োজনে সেনাবাহিনী পাঠানোর কথাও বলেন তিনি।

রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন বলেন, এটি ( ফরাসি সৈন্য দল) রাশিয়ার সশস্ত্র বাহিনীর আক্রমণের জন্য একটি অগ্রাধিকার এবং বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এর অর্থ হলো- যে সব ফরাসি সৈন্য কখনও অস্ত্র নিয়ে রাশিয়ান ভূখণ্ডে আসবে, ভাগ্য তাদের জন্য অপেক্ষা করবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর