ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গোলানেও হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা
অনলাইন ডেস্ক

ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এবার ইসরায়েলের গোলান মালভূমিতে হামলা চালানোর দাবি করেছে। সিরিয়ার কাছ থেকে এই মালভূমির অনেকটা অংশ দখল করে নিয়েছিলো ইসরাইল।

এক বিবৃতি ইরাকে প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি আগ্রাসন ও নির্যাতনের বিপক্ষে তাদের এই হামলা অব্যাহত থাকবে। গাজার শিশু, নারীসহ সাধারণ মানুষদের ওপর ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখার ঘোষণা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা।

ড্রোন ব্যবহার করে গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রতিরোধ গোষ্ঠীগুলোর জোটটি নিশ্চিত করেছে, শত্রুদের শক্ত অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলবে। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর