ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দক্ষিণ গাজা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল
অনলাইন ডেস্ক

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, সামরিক বাহিনী পুনরায় সংগঠিত হচ্ছে এবং যুদ্ধের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল পিটার লারনার বলেছেন, ‘এটি যুদ্ধের প্রচেষ্টার আরেকটি পর্যায়।’

রবিবার সকালে খবর পাওয়া গেছে, আইডিএফ দক্ষিণ গাজা থেকে তার সমস্ত স্থল সেনা প্রত্যাহার করেছে।

লারনার বলেছেন, আইডিএফের সামরিক অভিযান ‘ক্রমাগত বিকশিত হচ্ছে’।

তিনি বলেন, যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ তখনই শেষ হতে পারে যখন তারা (জিম্মিরা) ঘরে ফিরে আসবে এবং হামাস চলে যাবে। তিনি আরও বলেন, খান ইউনিস এলাকায় সামরিক বাহিনী তাদের মিশন শেষ করেছে এবং তাদের সেনারা ঘুরে বেড়াবে।

তিনি বলেন, বাহিনী কমে যাচ্ছে, তবে আরও অভিযান পরিচালনা করতে হবে। রাফাহ নিঃসন্দেহে একটি শক্ত ঘাঁটি। হামাস যেখানেই থাকুক না কেন তাদের সক্ষমতা ধ্বংস করতে হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর