ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুরিনামের সাবেক প্রেসিডেন্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
সুরিনামের সাবেক প্রেসিডেন্ট দেসি বউতেরেস

দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামের সাবেক প্রেসিডেন্ট দেসি বউতেরেস, তার পরিবারের চার সদস্য এবং সুরিনাম সেনাবাহিনীর সাবেক ছয় কর্মকর্তার ওপর ভিসা নিষেধজ্ঞা জারি করেছে আমেরিকা। 

বিচার বহির্ভূত হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সুরিনামের সাবেক সেনা কমান্ডার দেসি বউতেরেস ১৯৮০ সালে এক অভুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং ৪০ বছর ক্ষমতায় থাকার পর ২০২০ সালে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

ক্ষমতা দখলের দুই বছর পর ১৯৮২ সালে অন্তত ১৫ জনকে হত্যা করেছিলেন তার পরিবারের সদস্য এবং অনুগামী সেনা কর্মকর্তারা। আইনজীবী, সংবাদিক, শ্রমিক নেতা, সেনাসদস্য এবং  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ছিলেন এই নিহতের তালিকায়।

২০১৯ সালে এই হত্যাকাণ্ডের বিচার শুরু হওয়ার পরের বছরই দেশত্যাগ করেন তিনি। চলতি বছর জানুয়ারিতে তাকে ধরতে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু এখনও খোঁজ মেলেনি বউতেরেসের। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/আজাদ



এই পাতার আরো খবর