ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১২ ঘণ্টা পর আকাশসীমা খুলে দিলো ইরাক-জর্ডান
অনলাইন ডেস্ক

ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের হামলার কারণে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইরাক ও জর্ডান। বন্ধের প্রায় ১২ ঘণ্টা পর আকাশসীমা খুলে দেয়ার কথা জানিয়েছে দেশ দুটি। খবর আল জাজিরার।

জর্ডানের সিভিল অ্যাভিয়েশন রেগুলেটরি অথরিটির বরাতে দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আকাশসীমা পুনরায় খুলে দেয়া হয়েছে।

অন্যদিকে ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে উঠার পর দেশটির আকাশসীমা আবার উন্মুক্ত করে দেয়া হয়েছে।   এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান তিনশোর বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ৯৯ শতাংশই গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, রাতের দিকে ইরাক এবং ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা হয়েছে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর