ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ইরানে হামলার সিদ্ধান্ত শেষ মুহূর্তে জানায় ইসরায়েল, সায় ছিল না যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
ইরানের একটি গ্যাস ফিল্ডের ছবি। পাশে উড়ছে দেশটির পতাকা

‘ইরানে হামলা করা হচ্ছে’ যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছ থেকে ‘শেষ মুহূর্তে’ এই তথ্য পায়। ইতালির পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ক্যাপ্রিতে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র সকালের অধিবেশনে এই তথ্য সরবরাহ করেছে।

এদিকে ইরানে ইসরায়েল হামলা চালাতে পারে বলে আগেই জানতে পেরেছিল যুক্তরাষ্ট্র। তবে দেশটি এই হামলাকে সমর্থন দেয়নি। এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। সংশ্লিষ্ট সূত্রের বরাতে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম এমন খবর জানিয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। বদলা হিসেবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।  শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে।

সূত্রের বরাতে এনবিসি ও সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, হামলার ব্যাপারে ওয়াশিংটনকে আগেই জানিয়েছিল ইসরায়েল।

কয়েকজন কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের অভ্যন্তরে হামলা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, কোনো পারমাণবিক কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়নি।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, বৃহস্পতিবার ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বলেছিল তারা কয়েক দিনের মধ্যে ইরানে প্রতিশোধমূলক হামলা চালাবে। ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এ হামলাকে সমর্থন জানাইনি।’

ইরানে ইসরায়েলি হামলার ব্যাপারে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এএফপির এক প্রশ্নের জবাবে পেন্টাগন কর্তৃপক্ষ বলেছে, ‘এ মুহূর্তে আমাদের কিছু বলার নেই।’

আজ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়, মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সূত্র : আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর