ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সেনা ঘাঁটিতে বিস্ফোরণের সময় আকাশে কোনো ড্রোন বা বিমান ছিল না : ইরাক
অনলাইন ডেস্ক

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে এবার হামলা হলো ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারা মিলিশিয়া বাহিনীর ওপর। 

শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। তবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। এছাড়া এখনো কেউ দায় স্বীকার করেনি। 

এদিকে, শনিবার ইরাকের নিরাপত্তা বাহিনী বলেছে, দেশটিতে রাতে বিস্ফোরণের সময় আকাশে কোনো ড্রোন বা যুদ্ধবিমান ছিল না। 

কর্মকর্তারা জানান, বাগদাদের দক্ষিণের ব্যাবিলন প্রদেশের ক্যালসোর সামরিক ঘাঁটিতে এসব বিস্ফোরণ ঘটে। সেখানে সেনা ও পুলিশ বাহিনীর পাশাপাশি ইরাকের ইরানপন্থী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা হাশেদ আল-শাবি বাহিনীর সদস্যরা অবস্থান করে থাকে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর মিডিয়া ইউনিট এক বিবৃতিতে বলেছে, দেশটির বিমান প্রতিরক্ষা কমান্ড ‘বিস্ফোরণের আগে বা সময় ব্যাবিলন প্রদেশের আকাশসীমায় কোনো ড্রোন বা যুদ্ধবিমানের উপস্থিতি দেখেনি।’

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর