ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হিটলারের সেনা সদরদপ্তরে মিলল হাত-পা ছাড়া ৫ কঙ্কাল
অনলাইন ডেস্ক

পোল্যান্ডে হাত-পা ছাড়াই পাঁচটি মানব কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। লুফটওয়াফ কমান্ডার হারমান গোয়েরিংয়ের ভিলার ভেতরে এগুলো সমাহিত ছিল। এটি ছিল নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের পূর্বাঞ্চলীয় ফ্রন্ট সামরিক সদর দফতর।

লাতেব্রা ফাউন্ডেশন নামে একটি গ্রুপ তিনজন প্রাপ্তবয়স্ক, একটি শিশু এবং একটি বড় শিশুর মৃতদেহ আবিষ্কার করেছে।

কয়েকজন তরুণ প্রত্নতাত্ত্বিক বেশ কয়েক বছর ধরে সরকারী অনুমতি নিয়ে স্থাপনায় খনন করছেন। 

 লাতেব্রার সদস্য ডমিনিক মার্কিউইচ রয়টার্সকে বলেন, এমন জায়গায় আপনি কখনই এমন কিছু আশা করবেন না। তৃতীয় রাইখ (জার্মানি) সবচেয়ে সুরক্ষিত জায়গা এবং যুদ্ধের পরে, রাশিয়ানরা এই জায়গাটি দখল করেছিল। সবাই ভাবছে এখানে কী হতে পারে। আমরা কিছু একটা ভাবার চেষ্টা করছি। কিন্তু যুক্তিসঙ্গত কিছুই মাথায় আসে না। আমরা মোটেও জানতাম না যে আমরা কী নিয়ে কাজ করছি। এগুলো কি থার্ড রাইখ ধর্মান্ধদের কোনো গুপ্ত আচার-অনুষ্ঠান ছিল? আমাদের কোনো ধারণা নেই। সূত্র : এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর