ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাজায় ইসরায়েলি সেনাদের ওপর আল-আকসা ব্রিগেডসের হামলার দাবি
অনলাইন ডেস্ক
কয়েকজন হামাস যোদ্ধা

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বলেছে, তারা মধ্য গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

আল-আকসা মার্টারস ব্রিগেডস বলেছে, তাদের যোদ্ধারা নেটজারিম করিডোরে একাধিক দিক থেকে ‘ঘনীভূত রকেট’ দিয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

২০০৫ সালে ভেঙে দেওয়া গাজার নেটজারিম ইহুদি বসতির নামানুসারে এই করিডোরটি ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজাকে তার দক্ষিণ অংশ থেকে পৃথক করার জন্য তৈরি করেছিল।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো করিডোরের চারপাশে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ঘন ঘন হামলা চালায়।

এর আগে গাজা সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কেরেম শালম এলাকায় ১০টি রকেট হামলা চালায় হামাস। এতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। 

হামলার পরে ত্রাণবাহী ট্রাক ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য ক্রসিংগুলো খোলা রয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গতকাল রোববার ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। পাল্টা এই হামলার দায় নিয়েছে ইসরায়েল। মিসরের রাজধানী কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। সূত্র : আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর