ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউক্রেনের আরও ২টি গ্রাম দখলের দাবি রাশিয়ার
অনলাইন ডেস্ক
যুদ্ধের ফ্রন্টলাইনের একটি চিত্র

 রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনের আরও দুটি গ্রাম দখল করেছে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের একটি অঞ্চলও রয়েছে। এই খারকিভ থেকে দুই বছর আগে রুশ সেনারা পিছু হটেছিল।

কিয়েভ পশ্চিমা গুরুত্বপূর্ণ সহায়তা সরবরাহের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে মস্কো সাম্প্রতিক মাসগুলিতে ফ্রন্টলাইনে একের পর এক অঞ্চল লাভ করছে। জনশক্তি এবং অস্ত্র থাকায় যুদ্ধক্ষেত্রে রাশিয়া সুবিধা পাচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনা ইউনিটগুলো খারকিভ অঞ্চলের কিসলিভকা গ্রাম এবং দোনেৎস্ক পিপলস রিপাবলিকের নোভোকালিনোভ গ্রাম মুক্ত করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা উদ্বিগ্ন যে, ইউক্রেনীয় সেনাবাহিনীতে মারাত্মক গোলাবারুদ ঘাটতির সুযোগ নিয়ে রাশিয়া উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে আক্রমণের প্রস্তুতি নিতে পারে। সূত্র : এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর