ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ভারতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে তিনি শোকার্ত।
সামাজিক মাধ্যমে এক্স-এ মোদি লিখেছেন. ‘ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে তার বিশাল অবদান ছিল। এ জন্য ভারত সবসময় তাকে মনে রাখবে। আমি তার পরিবারকে ও ইরানের জনগণকে সমবেদনা জানাই। এই কঠিন সময়ে ভারত ইরানের পাশে আছে।’
রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ''ইরানের প্রেসিডেন্ট রাইসি ও আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত ২১ মে জাতীয় শোকপালন করবে। মঙ্গলবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। যাবতীয় সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’
বিডি প্রতিদিন/নাজমুল