ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাগরে জাহাজে হামলা বৃদ্ধির হুমকি ইয়েমেনের হুতিদের
অনলাইন ডেস্ক
অস্ত্র হাতে একজন হুতি যোদ্ধা

ইয়েমেনের ইরান সমর্থিত অস্ত্রধারী গোষ্ঠী হুতিরা শুক্রবার লোহিত সাগরের জাহাজে হামলা বাড়ানোর হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের রাতভর বিমান হামলায় ইয়েমেনে ১৬ জন নিহত হওয়ার এই হুমকি দিল হুতিরা। 

হুতিদের আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে বিঘ্ন ঠেকাতে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভিযান শুরুর পর ইয়েমেনে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুতিরা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, জাহাজে হামলা চালানোর সক্ষমতা হ্রাস করার জন্য ১৩টি হুতি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

হুতি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাতি বলেন, মার্কিন-ব্রিটিশ আগ্রাসন আমাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। উত্তেজনা বৃদ্ধির সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর